টিম ক্রিয়েট এবং কন্টেস্টে জয়েন :
প্রথমে আপনি আপকামিং লিস্ট থেকে একটি ম্যাচ সিলেক্ট করুন ।

এরপর আপনি স্ক্রিনের নিচে 'CREATE YOUR TEAM' বাটনটি দেখতে পারবেন ।

আপনি যদি লগইন করে না থাকেন তখন আপনাকে লগইন স্ক্রিনে নিয়ে যাবে এবং আপনি লগইন করে টিম ক্রিয়েট স্ক্রিনে চলে যাবেন । আপনি যদি পূর্বেই লগইন করে থাকেন তাহলে সরাসরি টিম ক্রিয়েট স্ক্রিনে চলে যাবেন।
টিম ক্রিয়েটের সময় আপনার হাতে একটি ফিক্সড পয়েন্ট(১০০) থাকবে । প্রতিটি প্লেয়ারের একটি নির্দিষ্ট পয়েন্ট থাকবে । আপনি যখন একটি প্লেয়ার সিলেক্ট করবেন তখন ওই প্লেয়ারের পয়েন্ট আপনার পয়েন্ট থেকে বাদ যাবে । আপনি বিভিন্ন কম্বিনেসানে আপনার দল সাজাতে পারবেন ।
প্লেয়ারদের ক্যাটাগরি লিস্ট :
টিমে অবশ্যই ১ জন উইকেট কিপার থাকতে হবে । আপনি (৩ - ৫) জন ব্যাটসম্যান, (১ - ৩ ) জন অলরাউন্ডার এবং (৩ - ৫) জন বোলার সিলেক্ট করতে পারবেন। আপনি এইভাবে ২ দলের প্লেয়ারদের মধ্য থেকে ১১ জনের টিম তৈরী করবেন । একটি দলের সর্বোচ্চ ৭ জন প্লেয়ার সিলেক্ট করতে পারবেন ।

প্লেয়ার সিলেক্সান শেষে ১১ জনের টিম থেকে আপনি একজন ক্যাপ্টেন এবং একজন ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করবেন । সবশেষে আপনি টিমের একটি নাম দিবেন এবং 'save ' বাটনে ক্লিক করুন । আপনি এইভাবে একটি ম্যাচের জন্য একধিক টিম ক্রিয়েট করতে পারেন ।

আপনি এবার যে কন্টেস্টে জয়েন করতে চান সেই কন্টেস্টে 'join' বাটনে ক্লিক করুন । আপনার সেভ করা টিম লিস্ট আপনি সেখানে দেখতে পারবেন । আপনি যে টিম নিয়ে জয়েন করতে চান সেই টিমে চেক মার্ক (✓) ক্লিক করুন আর জয়েন করুন আপনার পছন্দের কন্টেস্টে ।

ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেমঃ
নিম্নের নিয়ম অনুযায়ী আপনার দলের খেলোয়াররা পয়েন্ট পেয়ে থাকেঃ-
ইভেন্ট | টি১০ | টি২০ | ওডিআই | টেস্ট |
---|---|---|---|---|
শুরুর ১১ তে থাকলে | ২ | ২ | ২ | ২ |
প্রতি রান | ০.৫ | ০.৫ | ০.৫ | ০.৫ |
উইকেট (রান আউট বাদে) | ১০ | ১০ | ১২ | ৮ |
ক্যাচ | ৪ | ৪ | ৪ | ৪ |
স্টাম্পিং | ৬ | ৬ | ৬ | ৬ |
রান আউট | ৪ | ৪ | ৪ | ৪ |
ডিসমিসাল বা ০ রানে আউট (ব্যাটসম্যান, উইকেট কিপার, অল-রাউন্ডার) | -২ | -২ | -৩ | -৪ |
বোনাস পয়েন্টসঃ
ইভেন্ট | টি১০ | টি২০ | ওডিআই | টেস্ট |
---|---|---|---|---|
বাউন্ডারি (৪) | ০.৫ | ০.৫ | ০.৫ | ০.৫ |
ছয় (৬) | ১ | ১ | ১ | ১ |
অর্ধশত (৫০) | ৮ | ৪ | ২ | ২ |
শত রান (১০০) | ১৬ | ৮ | ৪ | ৪ |
শত রান (১০০) | ১৬ | ৮ | ৪ | ৪ |
মেইডেন ওভার | ৮ | ৪ | ২ | |
৪ উইকেট | ৮ | ৪ | ২ | ২ |
৫ উইকেট | ১৬ | ৮ | ৪ | ৪ |
স্ট্রাইক রেট (বোলার বাদে)
টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য নয়
ইভেন্ট | টি১০ | টি২০ | ওডিআই |
---|---|---|---|
প্রযোজ্য হতে সর্বনিম্ন বল খেলতে হবে | ২ | ২ | ৫ |
৪০ রানের নিচে | -৩ | ||
৪০ - ৪৯.৯৯ রানের মধ্যে | -২ | ||
৫০ - ৬০ রানের মধ্যে | -১ | ||
৫০ রানের নিচে | -৩ | ||
৫০ - ৫৯.৯৯ রানের মধ্যে | -২ | ||
৬০ - ৭০ রানের মধ্যে | -১ | ||
৮০ রানের নিচে | -৩ | ||
৮০ - ৮৯.৯৯ রানের মধ্যে | -২ | ||
৯০ - ৯৯.৯৯ রানের মধ্যে | -১ |
ইকনমি রেট
টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য নয়
ইভেন্ট | টি১০ | টি২০ | ওডিআই |
---|---|---|---|
২.৫ রান এর নিচে | ৩ | ||
২.৫ - ৩.৪৯ রানের মধ্যে | ২ | ||
৩.৫ - ৪.৫ রানের মধ্যে | ১ | ||
৭ - ৮ রানের মধ্যে | -১ | ||
৮.১ - ৯ রানের মধ্যে | -২ | ||
৯ রানের উপরে | -৩ | ||
৪ রান এর নিচে | ৩ | ||
৪ - ৪.৯৯ রানের মধ্যে | ২ | ||
৫ - ৫.৯৯ রানের মধ্যে | ১ | ||
৯ - ৯.৯৯ রানের মধ্যে | -১ | ||
১০ - ১১ রানের মধ্যে | -২ | ||
১১ রানের উপরে | -৩ | ||
৬ রান এর নিচে | ৬ | ||
৬ - ৬.৯৯ রানের মধ্যে | ৪ | ||
৭ - ৭.৯৯ রানের মধ্যে | ২ | ||
১১ - ১১.৯৯ রানের মধ্যে | -২ | ||
১২ - ১৩ রানের মধ্যে | -৩ | ||
১৩ রানের উপরে | -৪ |
কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেনঃ
- যে খেলোয়ারকে আপনি আপনার ফ্যান্টাসি দলের অধিনায়ক বানাবেন সে তার পয়েন্টের চেয়ে ২গুন বেশি পয়েন্ট আপনাকে দিবে।
- আর সহ-অধিনায়ক আপনাকে দিবে ১.৫ গুণ বেশি পয়েন্ট
- স্ট্রাইক রেট তখনি কার্যকর হবে যখন খেলোয়ারের স্ট্রাইক রেট ৭০(t20)/ ৬০(ODI) রান এর নিছে থাকবে প্রতি ১০০ বল খেলার পর
- স্ট্রাইক রেট তখনি গণনা করা হবে যখন আপনার খেলোয়ার (বোলার বাদে) যদি ২ বল (t20/t10) এবং ৫ (ODI) বল খেলে থাকে তবেই
- রান আউটের ক্ষেত্রে যিনি স্ট্যাম্পে হিট করেছেন তিনি পয়েন্ট পাবেন
- বদলি খেলোয়াড়ের থেকে কোনো ধরনের পয়েন্ট আপনার দলে যোগ হবে না
- যদি নির্ধারিত আপডেটের সময়ে কোনো খেলোয়াড়ের বদলি হয়ে থাকে, তাহলে এই বদলি খেলোয়ারের জন্যে আপনার দলে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না নতুন আপডেট আশা পর্যন্ত। দয়া করে এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো বদলি খেলোয়ার যদি দলে ডাক পায় এই আপডেট চলাকালিন সময়ে, তাহলে কোনো ধরনের পয়েন্ট যোগ করা হবেনা।
- যদি সেম পয়েন্ট হয় তবে যিনি কন্টেস্টে আগে জয়েন করেছে তার র্যাংক আগে হবে