ইভেন্ট | পয়েন্ট |
---|---|
৫৫ মিনিট বা এর বেশি খেললে | ২ |
৫৫ মিনিটের কম খেললে | ১ |
আক্রমণভাগঃ
ইভেন্ট | পয়েন্ট |
---|---|
প্রত্যেকটা গোলের জন্যে (Forward) | ৮ |
প্রত্যেকটা গোলের জন্যে (Midfielder) | ৯ |
প্রত্যেকটা গোলের জন্যে (GK/Defender) | ১০ |
প্রত্যেকটা এসিস্টের জন্যে | ৫ |
১০টি পরিপূর্ন পাসের জন্যে | ০.৫ |
গোল পোস্টে প্রতিটি ২ বার শুট করলে (প্রতিবার যোগ হবে) | ১ |
ডিফেন্সঃ
ইভেন্ট | পয়েন্ট |
---|---|
ক্লিন-শিট (Midfielder) | ১ |
ক্লিন-শিট (GK/Defender) | ৫ |
সফলভাবে প্রতিবার তিনটি করে শট ফিরিয়ে দেয়ার জন্যে (GK) | ২ |
প্রতিটি পেনাল্টি ফিরিয়ে দেয়ার জন্যে (GK) | ৯ |
সফলভাবে প্রতিবার তিনটি ট্যাকেল করার জন্যে | ১ |
কার্ড এবং অন্যান্য কারণে পয়েন্ট কাটার প্রক্রিয়াঃ
ইভেন্ট | পয়েন্ট |
---|---|
হলুদ কার্ড | -১ |
লাল কার্ড | -৩ |
নিজ দলের গোল পোস্টে গোল দেয়ার কারনে(own goal) | -২ |
প্রতিবার দুইটি করে গোলের কারণে (GK/Defender) | -১ |
প্রত্যেক পেনাল্টি থেকে গোল করতে ব্যার্থ হলে | -২ |
- আপনি যাকে আপনার অধিনায়ক হিসেবে মনোনয়ন করবেন তার পয়েন্ট ২ গুণ বেশি হয়ে যোগ হবে
- আপনি যাকে আপনার সহ-অধিনায়ক হিসেবে মনোনয়ন করবেন তার পয়েন্ট ১.৫ গুণ বেশি হয়ে যোগ হবে
- ক্লিন শিট তখনি ধরা হবে যখন আপনার দল কোন গোল খাবেনা
- প্লেয়ার কে সর্বনিম্ন ৫৫ মিনিট খেলতে হবে ক্লিন শিটের পয়েন্ট পাওয়ার জন্য
- কোনো খেলোয়াড় যদি গোল খাওয়ার আগেই পরিবর্তিত হয় তাহলে সেটাকে ক্লিন-শিট হিসেবে ধরা হবে (যদি সেই খেলোয়াড় ৫৫ মিনিট খেলে তবেই ধরা হবে, অন্যথায় ধরা হবেনা)
- খেলার সময় ৫৪ মিনিট ১ সেকেন্ড কে ৫৫ মিনিট ধরা হবে খেলার পয়েন্টের যোগ-বিয়োগ করার জন্যে
- অতিরিক্ত সময় এবং টাই-ব্রেকারের সকল পারফর্মেন্স পয়েন্ট ক্যাল্কুলেশনে যোগ করা হবে
- উপরের পয়েন্ট ব্যাবস্থা কার্যকর হচ্ছে জুলাই ১৩, ২০২০ থেকে
এসিস্টের পয়েন্ট যেভাবে দেয়া হবেঃ
- কোন প্লেয়ার পাস দেয়ার ফলে যদি অন্য প্লেয়ার গোল দেয় তাহলে এসিস্ট পয়েন্ট দেয়া হবে
- অফিশিয়াল ভাবে কাউকে এসিস্ট দেয়া হলে সে এসিস্ট এর পয়েন্ট পাবে